গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: বেগম বাদশা দেখো রঙমহলে
২০৮
বেগম বাদশা দেখো রঙমহলে।
মজার বিহার করে উভয়ে মিলে ॥
দরবারে বাজে কানাড়া তবু নাহি দেয় গো সাড়া ।
দুজনে ভাবের মরা রসের গোলমালে ॥
সুবাসিত জল ওক্কারে রসনান্তে তাই পান করে।
দেখেছি যোগের ঘরে দুইজনা মিলে ॥
কোটির মধ্যে একজন বুঝবে এই বচন।
লালন শীইর বিবরণ দীন দুদ্দু গেছে বলে ॥


তথ্য