ভবে কতো মত দেখি ।১৪৪
শাক্ত শৈব বৈরাগ্যাদি ন্যাড়ানেড়ীর নামে চালাকি ॥
জ্বেলে হোম করে আরতি মনে মনে দুষ্ট অতি।
পেটের দায়ে বৃক্ষতলে বসতি সকলই ফাঁকি ॥
সত্য চাঁদ গুরু সত্যমত সতী মা'র শুনেছি বাত।
শিষ্য বানায়ে সবাই বেড়াঘরে তিলক মাখি ॥
চিনলাম না মানুষরতন মতপথের যুদ্ধ করে মন।
লালন শাঁই দরবেশের বচন দুদ্দুর খাতায় বাকি ॥