গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: ভক্তের যে দশা ঘটাও এ সংসারে
২৬৯
ভক্তের যে দশা ঘটাও এ সংসারে ।
এতে তোমার নামের মহিমা যায় গো দূরে ॥
অতীত ও বর্তমানকালে ভক্ত সাধক সকলে ।
যেভাবে দুর্দশায় ফেলিলে তাতে তোমায় ডাকবে নারে
তোমার রূপে দিয়ে নয়ন কতোজনের গেলো জীবন ।
হলো না সিদ্ধি তোমার চরণ দীনবন্ধু তাদের তরে
ভক্তের দশা যে দেখে বারি বহে দুটি চোখে ।
দীন দুদ্দু কয় তোমাকে সে ব্যথার দোসর করে ॥


তথ্য