ভুলো না বৈদিকের গাঁজার ধোঁয়ায়।১৪৫
গাঁজাতে দুকুল যাবে মনুরায় ॥
আগে গুরুনিষ্ঠা করো অমৃতধন পেতে পারো ।
তাইতে শ্রীগুরু ধরো সকলের বড়ো সেই হয় ॥
এইদেহ মিথ্যে নয় মন এইদেহেই আছে রতন।
যে খোঁজে পায় অন্বেষণ জীয়ন্তে মরে আত্মইচ্ছায় ॥
প্রাচীন নতুন দুইপথ ভাই সাধনদ্বারে দেখতে পাই।
লালন শাঁই বলেন সর্বদাই দুদ্দু মোর চলিস্ সদাই ॥