গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: বিনা মেঘে নীর বরিষণ কালাকাল নাই
৮
বিনা মেঘে নীর বরিষণ কালাকাল নাই।
সেই নূরের ভান্ড সূক্ষ্ম কার্যময়॥
নীরবিন্দু সিন্দু গভীরে বয় নূরের জন্ম তাইতে রয়।
যে নূরে নবীর জন্ম হয় নবীর নূরে হয় সমুদয় ॥
নূর ছাড়া ফল জন্মায় ফল ছাড়া নূর রয়
নূরেতে বীজের জন্ম বীজ হতে সবার জন্ম হয়।
আবার নীর বিনে ফলবৃক্ষ করলান দেখায়॥
নূরের পাত্র নবী দেখা যায় নীরের পাত্র কারে বলা যায়।
যেমন নূরে নীরে সাথক নির্ণয় এ ভেদ বোঝা দুদ্দুর কার্য নয়॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১০৯।