বিশেষ সামান্য রতি যারে কয় ।২৬৭
কোথায় উৎপত্তি তাহার কোথায় লয় ॥
সামান্য রাইরতি দান শ্যামরতির জানিলে বিধান ।
কার কাছে পাই তার সন্ধান তারে কে নেয় ॥
পূর্ণিমা অমাবস্যাবিধি জানলে সাধন হতো সিদ্ধি ।
না জানিয়া অসারবুদ্ধি আন্দাজে ধায় ॥
লালন শাঁই দরবেশের চরণ দীনহীন দুদ্দুর বচন।
দয়া হলে তাঁর তখন অবশ্যই পায় ॥