বলবো কি হে চাঁদের গুণপনা ।৩২৫
এ চাঁদে জগত আলো চেয়ে দেখলো না
হিন্দু মুসলমান খিস্টান বৌদ্ধ কিংবা পার্শিয়ান।
সকলে এক চাঁদের ভিয়ান কেউ জানলো না ॥
একই চাঁদ একই জ্যোতি তবে কেন বিভেদ অতি ।
প্রস্পরে করে ভীতি তাঁরে মানলো না ॥
যদি মানুষ মানতো কেহ পরমমানুষ পেতো সেহ।
দীনদাশ দুদ্দুর দেহ তাঁর চরণমূলে ফানা ॥