বলবো কিরে সেই কানার গুণের কথা ভাই।২৬৩
দিবসেতে দেখতে পায় না রাতে পাড়ায় ঘোরে সদাই ॥
দিনে তিল রাতে হয় সে তাল আমি শুনে হলামরে বেহাল।
কানার বুদ্ধি শুনে রসাতল হলামরে সব ঠাঁই ॥
সে কানা তিনের ঘরে ত্রিজগতে বিরাজ করে ।
তিনের ঘর টুড়লে পরে বিষম কানা পাই ॥
সাধুভাষায় রচে যাই গান লালন শাঁই দরবেশের ফরমান ।
দুদ্দু কয় কানার খান্দান আমরারে সবাই॥