বলিহারি এক জাত এই ব্রাহ্মণ ভবে ।১৪১
ব্রক্মতের খোঁজ নাহি দেখি ক্রিং তরিং দিয়ে ঠকায় সবে
সার করেছে টিকি আর পৈতে জাতের বড়াই করে খেতে আর শুতে ।
মূর্ের সেরা শুকনো ট্যারা সাধু কে আখ্যা দেবে
গত বংশে ঘি খেয়েছে কে তার গন্ধ সে আজও শৌকে।
এমনই বজ্জাত কুড়ে নাজাত পাইবে কবে ॥
বললে পরে উচিত বচন আখ্যা দেবে নেড়ে যবন।
ফকির লালন শীই দয়ার গৌসাই দুদ্দু বলিবে ॥