গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:বড় সাধ হয়রে আমার পুনঃ মানবজন্ম পাবার
১৮৮
বড় সাধ হয়রে আমার পুনঃ মানবজন্ম পাবার ।
এবার হারলে মানবজন্ম আর পাবে না যত বলো পুনর্জন্ম তাতে তো পরানভরে না ॥
দুঃখক্ষোভ মনের ধোকায় পুনর্জন সৃষ্টি হয়।
তাহাতে পড়ে সবাই খাবি খায় দেখ না
মানবজন্ম অতিদুর্লভ জনম ভাই এমন জনম কখনও কি আর পাই।
পুনর্জন্ম কেবল বৃথাই করো না খাতায় দেনা ॥
এ জনম দুর্লভ জেনে ধরো মানুষের চরণে ।
লালন শাহ কয় দুদ্দু তোমার জন্ম তো আর হবে না॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১২২।