গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: বস্তুকেই আত্মা বলা যায়
৩২৪
বস্তুকেই আত্মা বলা যায়।
আত্মা কোনও অলৌকিক কিছু নয় ॥
বিভিন্ন বস্ত সমন্বয়ে আত্মার বিকাশ হয়ে ।
জীবনরূপ সে পেয়ে জীবেতে রয় ॥
অসীম শকতি তার সে তাহার করে সমাচার ।
সাধিয়া ভবের কারবার বস্তুতেই হয় লয় ॥
অন্ধ গৌড়ামির বিকারে শুন্যেতে ভরিলে ঘটেরে।
দুদ্দু কয় সে আপন ধান্দায় এখনও ঘুরে বেড়ায় ॥


তথ্য