গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: চাঁদ যেমন মেঘে রয় ঢাকা
২৪৬
চাঁদ যেমন মেঘে রয় ঢাকা ।
মানবদেহেতে তেমন খোদার রূপরেখা ॥
না জানিলে খবর তাহার খাইরে ধোকা ॥
যে জানেরে চাদের ঠিকানা সিদ্ধি হলো তার সাধনা
গুরুচাঁদ ভজে সে না হয়রে পাকা ॥
টাদের রূপের কাহিনি শুনে লালন শাঁইজীর বাণী
দীন দুদ্দু বলে আমি শুনি সে এক ফাঁকা

তথ্য