গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: চাঁদে চাঁদ আছে ঘেরা
৩১২
চাঁদে চাঁদ আছে ঘেরা ।
লক্ষ যোজন ফাঁকে থাকে চাঁদচকোরা ॥
কেমন করে মাসে মাসে যুগল হয় সন্ধিতে এসে ।
পাইলে তাহার দিশে করণ হবে সারা ॥
বড় সে আজগুবি কথা ব্যাঙে খায় সাপের মাথা ।
সে ব্যঙের কি ক্ষমতা শুনে হই চমতকারা ॥
আজব রমণ বাখানি লালন শাঁইজীর মুখে শুনি।
দীন দুদ্দু কহে বাণী সে চাঁদ কেমনে যায় ধরা ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩২২।