গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: চারযুগের উপর কে দেয় খেয়া
৩১১
চারযুগের উপর কে দেয় খেয়া।
তাঁহারে চিনিয়া ঢোঁড় ও মনভায়া ॥
শুক্রবিন্দু হইয়ে যখন করেছিলে যোনিভ্রমণ ।
কে তোমায় করিল ধারণ দয়াল হইয়া ॥
তোমার মতো কতজনেরে বিনা যোগে গেছে মরে ।
কৃপা করে তোমায় ধরে রাখে জীবন দিয়া ॥
সেইজন ভজনের গোড়া হোস্‌ নেরে তাঁর চরণছাড়া
দুদ্দু কয় মোর মন বেয়াড়া বেড়ায় তীর্থে হাঁটিয়া ॥

তথ্য