গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: ছোট বলে ত্যজো কারে ভাই
৯৪
ছোট বলে ত্যজো কারে ভাই।
হয়তো ওর রূপে এলেন ব্রজের কানাই ॥
শুদ্র চাড়াল বাগদী বলার দিন দিনে দিনে হয়ে যাবে ক্ষীণ ।
কালের খাতায় হইবে বিলীন দেখছিরে তাই ॥
ছোটহীন বলে যারে ঘৃণা করে দিলে দূরে ।
আজি সে বসবে উপরে দেখিতে তাই পাই ॥
এলোরে ধর্ম কলিকাল ছোটবড় এক হবে সকল ।
সেই আশাতে ফেলছে নয়নজল দুদ্দু সর্বদাই ॥

তথ্য