গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: সেই সৃষ্টির আদিকালে
৭৬
চলো যাই বেলায়েতে।
আছে বরজোখ ধেয়ান যাহাতে ॥
হরফ মোকাত্তায়াতে কালামুন্লার ভেদ যাহাতে ।
এলেম জারি রাখেন পুশিদাতে ॥
যে ভেদ জানে না শরায় সেই ভেদ খুলে দেয়।
আরেফের সিনায় সিনাতে ॥
আরেফ যেজন মোশাহেদাতে রাখে না বেখুদি পেয়ালামতে ।
আশেকজোরে মাশুকে ঘোরায় ফেরায় নয়নেতে ॥
আশেকের মনের কথারে কেরামন-কাতেবিন লিখতে নারে ।
ভেবে দুদ্দু সদাই কয় দরবেশ লালন শাঁই যা করেন মারফতে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১০৬।