গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: চরণ দাও রাই আমার শিরে
৫৩
চরণ দাও রাই আমার শিরে।
তুমি ইহ পরকালের গুরু তাই ডাকি গো তোমারে ॥
তোমারই কারণে সৃজন শাঁইয়া করেছে নির্ণন।
পুরুষ তো তোমারই কারণ এ সংসারে ॥
আমি কি ছার নন্দের কানাই তোমার মহিমা জানি নাই।
যে বণিক তোমারে সাধে তাই যাবে গো পারে ॥
কি দেব তুলনা তোমার বেদে নাই সীমা যাহার ।
দুদ্দু বলে কি গুণ স্বীকার শ্রীকৃষ্ণ করে ॥


তথ্য