চরণ সেধে যাতনা দূরে যাবে ।৫৪
কি হবে তারে না ভেবে ॥
রাধার চরণ ওজননিধি চরণে সকল হয় সিদ্ধি।
নাইরে তপজপ তোর বিধি সামান্যে যে দেবে ॥
সত্য ত্রেতা দ্বাপর কলি যায় রাধাপন্ধের লীলা কেবা পায়।
চরণে নিষ্ঠা যাহার হয় সেই সে পাবে ॥
কোটিবার তীর্থ পর্যটন করলে প্রাপ্তি হয় না যে ধন।
দরশিলে রাধার চরণ দুদ্দু কয় তাই হবে ॥