চরণশরণ করো মন।২৪৪
তীর্থ খুঁজে মরো না এখন ॥
চরণের দাসী হওরে থাকো চরণ ধরে।
সে ধন দেবে তোরে হবি মহাজন ॥
চরণের অর্থ জানো চরণ অমূল্যধন।
চরণ মহাগুরুজন বলিলাম এখন ॥
অমূল্যনিধি কিবা হয় যেজন চরণ না চিনয়।
চরণে অধর পয়দা হয় করোরে সেবন ॥
লালন শাঁইজী ডেকে বলিছেন দীন দুদ্দুকে।
আর কেন বেড়াস হেঁকে বাইরে রেখে মন ॥