গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:দস্তখত সইমোহর যার উপরে রয়
১৮
দস্তখত সইমোহর যার উপরে রয়।
সেই তো আল্লাহজীর কামেল দরবেশ হয় ॥
আল্লাহ নবী এক কলে রয় নবীর কালাম আল্লাহর কালাম হয় ।
ষাতে আছে ফোরকান বিচার সত্যমিথ্যা সমুদয় ॥
আহদে আহমদ হলো আল্লাহ নবী জানা গেলো ।
ছায়া নস্তি নবীর হলো সারাজাহান নবীর ছায়ায় ॥
পরওয়ানায় নায়েবে নবী হয় দস্তখত যার পৃষ্ঠেতে রয়।
মোহর নবুয়ত তাহারে কয় আলী তাই কাগজে ওঠায় ॥
নবী ছেড়ে যে খোদাকে চায় মোনাফেক কাফের তারে কয় ।
দুদ্দু কয় নবী দয়াময় যে কদমে খোদার কদম পাই॥


তথ্য