দায়ে ঠেকে বলোরে মণি আল্লাহ গনি।১৩৬
সুখের কালেতে তাঁরে ভুলে যাও মণি ॥
উবহায়জত মুসিবত এলে দরুদ কলেমা পড়ো সকলে।
সেদিন উৎরায়ে গেলে গাজীর গান গেয়ে বেড়াও শুনি ॥
আগা কেটে হলি মুসলমান মানুষেতে আনলি না ইমান।
মানুষরূপে মরদুদ শয়তান দেখি সব এখনি
দুষে বেড়াও ঐ জাত ভালো না আপন জাতের খবর জানো না।
দুদ্দু বলে এমন দিনকানা আর নাহি জানি ॥