গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: দেহে সাধন সম্ভব হয়
২৫৩
দেহে সাধন সম্ভব হয়।
এইদেহে দেহের জন্ম তাইতে কয় ॥
যে দেহ সাধনের ধর্ম সেই দেহে দুই দেহ জন্ম ।
ভাবিয়া ঢোঁড়ো মর্ম কথায় দিন যায় ॥
এ দেহ আর সেই দেহ মিশিবে আসিয়া দুহ।
তবে তো সিদ্ধি সেহ অবশ্য পায় ॥
অযথা বৈদিকতর্কে কাটায় যে সব মূর্ধে
ঠিক নাহি তাদের বাক্যে দীন দুদ্দু গায় ॥

তথ্য