গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: দেহমেধযজ্ঞ যে জন করে
৩১৭
দেহমেধযজ্ঞ যে জন করে।
যজ্ঞের শ্রেষ্ঠ দেহরতি সে জারণ করে ॥
বসুতে গৃহেতে মিলন জানে সে রতি বিশেষণ ।
জীবাত্মার অনিত্যদাহন রতি গাঢ় হয় ভিয়ান ছারে ॥
অনলে ঘৃতের আহুতি খেলেরে পঞ্চজ্যোতি।
আত্মস্মৃতি হয় বিস্মৃতি পুরুষপ্রকৃতিজ্ঞান হরে ॥
জীবনে মরণপারা সহজে সহজ ধরা ।
প্রেমোন্মাদে মাতোয়ারা অষ্টসান্তিক হয় শরীরে॥
লালন শাঁই কয় গোপীভজন দেহযজ্ঞে হয় নিরূপণ
রসিকের হয় উদ্দীপন দুদ্দু ভৃতযজ্ঞ করে মরে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩২৫।