গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: দেহমেধযজ্ঞ সে তো মনমতো ব্রত করে গোপীজন
৫৭
দেহমেধযজ্ঞ সে তো মনমতো ব্রত করে গোপীজন।
অহৈতুকী ভক্তি হয় শক্তিপদে কৃষ্ণসেবা নিরূপণ ॥
সকামকে দেয় আহুতি কৈবল্যরতি হয় উৎপত্তি সেই যোগের ধরন ।
কৃষ্ণসুখ বিলাসিনী আহ্রাদিনী স্বরূপের গুণ যায় লিখন ॥
নবভাবের দর্পণ তার আকর্ষণ কৃষ্ণের মন করে হরণ ।
উজালা রসের ধনী মনমোহিনী শুদ্ধপ্রেমের হয় মহাজন ॥
গোপী অনুগত যারা জানে তারা দেহমেধযজ্ঞের ধরন।
গায়ত্রী অশ্বমেধ সে যে মুক্তিপদ মাধুর্যেতে নাই সে গণন ॥
আত্মাঘৃত করে দাহন রসিকগণের মন অগ্নিশৃঙ্গার কারণ
দুদ্দু কয় অনুরাগী প্রেমবিবাগী প্রাপ্ত হয় সে যুগল চরণ ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১৫২।