গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: দেখোরে কুদরতী কারবার
৩১৬
দেখোরে কুদরতী কারবার ।
এক মানুষে আর মানুষ খায় বেশুমার॥
মানুষে মানুষ খেলো এ জগতে জানা গেলো ।
মানুষের দেহ হলো মানুষের মাঝার॥
বিনাশে জীবনপ্রান্তি তাই দেখি সৃষ্টির গতি ।
এইরূপ রয় প্রকৃতি যুগ যুগান্তর ॥
একের বিনাশেরে মন অন্যজনে পেলো জীবন।
দুদ্দু কয় জীবনদর্শন দেখি বারে বার॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩২৪।