গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: ধের্য ধরো তিষ্ঠ ওলো রাই
৫৯
ধের্য ধরো তিষ্ঠ ওলো রাই।
ধৈর্য ধরিলে ওলো মিলিবে নবীন কানাই ॥
দেহমন দিতে পারো তবে শ্যাম হবে তোর ।
হইলে যৌবন ভোমরা ফিরিবে সবাই ॥
তোমার লাগিয়া কাজ রেখে বেড়ায় নন্দের ধেনু।
রাধা বলে বাজায় বেণু কেহ যে তার নাই ॥
ললিতা বুঝায় এমন শুনে মন হলো উচাটন।
শ্রীমতির গেলোরে জীবন শুনিয়া এ্যায়সাই ॥
অমূল্য সে রাধার প্রণয় বিনয় করে দীন দুদ্দু কয়।
ব্রহ্মান্ডে তার তুলনা নাই শুনিতে পেলাম তাই ॥


তথ্য