ধন্যরে সেই আবদুল্লাহ তনয় ।১৯
যাঁর নাম সাধিলে ত্রিতাপ পলায় ॥
পাপীতাপীর তরে এমন কেহ কি দেখেছো কখন।
বোঝা বহে সারা জীবন মানুষের কল্যাণ আশায়
জ্যান্ত নারী যারা দিত গোরে সেই তো বর্বর জাতিরে।
গেলেন এমন মার্জিত করে এই দুনিয়ায় ॥
গ্রিক রোমান পার্সি সভ্যতা পরাজয় হইল সেথা ।
এমনই দয়াল দেবতা দীনহীন দুদ্দু গায় ॥