গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: ধ্যানীজ্ঞানী পেলো না যারে
৩১৮
ধ্যানীজ্ঞানী পেলো না যাঁরে ।
সামান্যে বলো কে পাবে তাঁরে ॥
বিন্দুরূপে ভাসে সদাই ভাবিলে বুঝিয়া পাই।
তবে কেন জঙ্গলে যাই গাঁজার কক্ষে ধরে ॥
ঘরে বাহিরে একই জন সে চিরদিন সন্ধিতে ভাসে ৷
বিশ্বাস না হয় দেখো এসে সন্ধির সেই অন্ধকারে ॥
বর্তমান খোঁজার দলে বাউল সম্প্রদায় সকলে ।
বিনয় করে দুদ্দু বলে নিত্যের সেই করে ॥

তথ্য