গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: ধন্য ধন্য কলিযুগ জয়।
৯৫
ধন্য ধন্য কলিযুগ জয়।
গৌরচন্দ্রের আগমনে ক্ষিতি পূর্ণ হয় ॥
দ্বাপরে করিয়া সাধন হেতুমধ্যে হলো গণন।
করিতে নিহেতুসাধন কৃষ্ণ গৌর হয় ॥
সখিসখা মঞ্জরিগন পদ্মে করিল ধারণ।
ছয় গোসাঁই রসিক পাঁচজন কবিরাজ মশায় ॥
যোগী ত্যাগী কর্মী জ্ঞানী এই দেবপুজ্য ধ্যানী
কলিতে নস্যাৎ জানি গোস্বামীর কলমে নির্ণয় ॥
শুদ্ধভক্তি শুদ্ধপ্রেমসাধন কলিযুগে হয় নিরূপণ ।
আইন করিয়া লঙ্ঘন দুদ্দু মত্ত দ্বাপরলীলায় ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১৮৬।