গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: ধন্য সেই গোপীকার ভাব যার দ্বারে বাধা হরি
৫৮
ধন্য সেই গোপীকার ভাব যার দ্বারে বাঁধা হরি ।
দেহমন দিয়ে পূজে সাধুশাস্ত্রে খ্যাতি হয় তারি ॥
আত্মসুখ ত্যাজি তারা কৃষ্ণসুখে পাগলপারা বরাবরি।
নাই কালাকাল সকাল বিকাল রাইকিশোরী ॥
গোপী ডাকে সদাই দাসখত লিখে দেখো বংশীধারী ।
সে প্রেমের আর নাই তুলনা কামতুফান নির্বিকারী ॥
ভাবের উত্তম কয় সহজ মানুষ বদ্ধ রয় সহজ মাধুরী ।
মাধূর্যভজন হয় নিরূপণ দীন দুদ্দু কয় ফুঁকারি ॥


তথ্য