দিব্যজ্ঞানী হলে পাবি সন্ধি তাঁর ।১৩৭
কি লীলা করেন তিনি জগত মাঝার ॥
জন্তুজীবে চেতনসত্তা যারে বলো আত্মাকর্তা।
আত্মাতে পরমাত্মা করেন বিহার ॥
অযোনিসম্ভবা নামে প্রকাশিত ধরাধামে ।
কামে থেকে নিষ্কামে জনম এবার ॥
কামের সন্ধি খোজো দিব্যজ্ঞান দিয়ে বোঝো ।
বুঝিয়া তাঁরে খোঁজো দীন দুদ্দু কয় বারে বার ॥