দ্বীনময় এ সংসারের ভাই।১৮৪
অধর্ম কি সই তো নাই ॥
স্বধর্ম সকলে চলে আকাশপাতাল গলে স্থলে।
স্বধর্মের ব্যাঘাত হলে মরে সবাই ॥
স্বধর্ম কাহারে বলে জানবে জ্ঞাননয়ন হলে ।
জন্মমৃত্যু যারে বলে ধর্মাধর্ম তাই ॥
সে বড়ো আজগবি ল্যাঠা খেয়ে স্বধর্মের খোঁটা।
গোল বাঁধাও দুদ্দু বেটা বলেন লালন শাঁই ॥