গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: দরবেশ হয় কি মুখের কথায়
২৫২
দরবেশ হয় কি মুখের কথায় ।
বরজোখ ধিয়ানে দরবেশ অধরচাঁদকে দেখিতে পায় ॥
দম মেরে দম শুমার ধরে পলক দেয় না রূপনিহারে।
বেখুদী পেয়ালাভরে দিবানিশিজ্ঞান নাহি রয় ॥
ফানা ফিশ শেখ কাহারে কয় ফানা ফির রসুল কিবা হয়।
ফানা বাকা স্কুলের নির্ণয় আরেফ দরবেশ ধিয়ায় ॥
মোর্শেদ বীজে যে হয় ফানা রসুলরূপে সেরূপ জানা ।
সেই রূপে হয়ে ফানা জাত এলাহীর জাতে মিলায় ॥
কাজের কাজী না হলে মন লানতুল্লায় হবি গণন।
লালন শাঁই দরবেশের বচন ভাবটি জারি দুদ্দুর সদাই ॥

তথ্য