গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: দুই মরা একত্রে করলো রমণ
৩১৫
দুই মরা একত্রে করলো রমণ।
তাইতে এক ছেলে দেখো হলো সৃজন ॥
জন্ম নিয়ে খোজে মাকে বাবা থাকে মরার বাকে।
হাতের কাছে পায় যাকে করে সেবন ॥
শুনে এই আজগুবি কথা কতজনে সুড়িয়ে মাথা ।
নিলো গলে তুলি কীথা ছেলে ধরবার কারণ॥
যে বুঝেছো চুপ করে থাকো আপন ঘর পাহারায় রাখো ।
যোগের ঘরে তারে দেখো দুদ্দুর এই বচন ॥

তথ্য