গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: এ ভবে পাগল হয়ে মজা পেলাম না
৮৯
এ ভবে পাগল হয়ে মজা পেলাম না।
যাঁর আশাতে হলাম পাগল সে তো দেখা দিলো না ॥
পাগল হবো মজা পাবো পরমনিধি হাতেতে নেবো ।
এ কুলে কলঙ্ক দেবো তাও তো দেওয়া আর হলো না ॥
এক পাগল ছিলো ভোলা পরেছিলো হাড়ের মালা ।
পাগল এক গৌরভোলা কিঞ্চিৎ পেয়ে করলেন সাধনা ॥
আমি হলাম নকল পাগল তাইতে হালো না আসল।
দীনহীন দুদ্দুর এই বোল দরবেশ লালন শাঁইর চরণখানা ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১৮৩।