গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: এ স্থানে জনমভরে আমি দুজন
১৭২
এ স্থানে জনমভরে আমি দুজন ।
একদিন ফিরে দেখলাম না কেমন ॥
সে ছেলে কি বুড়ো মেসো কি খুড়ো।
একদিনও কাছে পেয়ে নিলাম না পরমধন ॥
কে জানতো সে কেবা এক স্থানে করি সেবা
সেবাদোষে একদিন যাবে সেই রতন ॥
শুনেছি কেউ কেউ তাঁরে দেখেছে নিহার করে
বলতে পারে না কেমন সেজন দুদ্দুর কেবল রোদন ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২৪১।