গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: এ সংসারে যার পোড়ে সেই জানে
৩৭
এ সংসারে যার পোড়ে সেই জানে ।
তোমরা তা বুঝবে কেমনে ॥
ঘরে যেতে চায় নারে চরণ আমি বলো করি কি এখন ।
শ্বাশুড়ি ননদীর বচন প্রাণেতে মরি শুনে ॥
এমন জালা ঘরে বাইরে কেমনে বাঁচি এ সংসারে ।
বল গো কেউ আমার হয়ে কত আর সহে প্রাণে ॥
কাঁদিয়া বলিছে রাধা আর আমায় করো না সাধা ।
দুদ্দু একটা আস্ত গাধা সর্বশান্ত্র তত্ত্ব জেনে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১৪২।