গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: এবার হারালে জনম আর পাবে না
২২৪
এবার হারালে জনম আর পাবে না।
যত বলো পুনর্জনম তাতে তো পরান ভরে না ॥
দুঃখ ক্ষোভ মনের ধোকায় পুনর্জনে সৃষ্টি হয়।
তাহাতে পড়েরে সবায় খাবি খায়রে দেখো না ॥
জনম দুর্লভ অতি ভাই এমন জনম আর কি কখন পাই।
পুনর্জন্ম কেবল বৃথাই করো না খাতায় দেনা ॥
এ জনম দুর্লভ জেনে ধরো মানুষের চরণে ।
বিনয় করে দুদ্দু ভণে কে দেবে তীর ঠিকানা ॥

তথ্য