গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: এই কিরে সেই ব্রজের কানাই
৯০
এই কিরে সেই ব্রজের কানাই ।
কোথায়রে মোহন বাঁশি সেই কালোরূপ রাখলে কোথায় ॥
ত্রিভঙ্গ বাঁকা মুরারি বাজাতো বাঁশি করে ধরি।
এখন নেংটিআঁটা এ কোন ব্যাটা ঢুলুঢুলু নয়নে চায়॥
এই কিরে সেই রাধার অলি যাঁরে ভোলায় চন্দ্রাবলি ।
মধুরাতে যায় চোরা এখন দেখি গোরা এ কোন ভাবনায় ॥
বলিহারী ভাবুক বলি তারে জগতবাসী ভাবেরে যারে ।
কার ভাবে সে কাঁদে দুদ্দু রচে পদে কার ভাবে উচাটন সদাই ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১৮৪।