গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: এক আর অনন্ত দুই একস্থানে করে বিহার
৩০৮
এক আর অনন্ত দুই একস্থানে করে বিহার ।
এক জানলে অনন্তেতে হয় নিহার
এক হতে অনন্তের জন্ম হয় অনন্তে একের হয় বিলয়।
অনন্তের কে করে নির্ণয় করে শুমার ॥
একেতে অনন্তের স্থিতি অনন্তরূপ ডিস্বাকৃতি ।
শূন্য শুধু নহেস্থিতি অগম্য সবার ॥
কল্পনায় অনন্তের জন্ম একের ঘরে বস্তর মর্ম।
দীন দুদ্দু পায় না গম্য কি রূপ কি আকার ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩২০।