গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: এক ব্যবসা করতে গিয়ে ঠেকেছি দায়
১৭৩
এক ব্যবসা করতে গিয়ে ঠেকেছি দায় ।
তিন টাকা রোজগার করে চৌদ্দ সিকে লোকসান তায় ॥
ষোল শঠের দায়ে মহাজনের পুঁজি খেয়ে ।
এখন মরি ঝোলা বয়ে জাতিকুল যায় ॥
তেলা আর শুঁড়ী জাতে ব্যবসাতে আছে মেতে
লক্ষ্মী আছে বাঁধা তাতে আমার বোঝা হয় ॥
হাড়হাভাতে যারা আমার মতো মরে তারা
দুদ্দু বলে আসল সারা সেরেছি বেলেঘাটায় ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২৪১।