এক ফকির দেখেছি ভাই সৃষ্টিছাড়া ।২২২
তাঁরে ধরতে পেলাম না পথের দাঁড়া
এই আসে এই যায় জানি না থাকে কোথায় ।
ভেবে মরি সদাই কোথায় তীর পাড়া ॥
আজগুবি দেখেছি তাঁরে নদীর ঘাটের ধারে।
কখনও ভাসে নীরে শুধু মাথান্যাড়া ॥
সকাল বিকাল ব্রিকালে সব ঠাঁই সর্বকালে।
বেড়ায় তলের কলে দুদ্দু সেই এক গোঁড়া ॥