গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: এক রসের নাগরী চলে জলভরি
৩৯
এক রসের নাগরী চলে জলভরি ।
হেরিয়া পাগল হলো বংশীধারী ॥
বাজারে নূপুর কিঙ্কিণী চলে বৃষভাণু নন্দিনী ।
শ্যামভাবে কোন ধনী পরা ঘাগরী ॥
শোনো লো সখি তুমি বঁধূ তোমার বুকে অমথা মধু ।
ত্রাণ পাবে লক্ষ সাধু ক্ষণেক নিহারি ॥
যে রাজ্যে তোমার স্থাপন সে রাজ্যে নাই যমের গমন ।
বিনয় করে বলেছেন লালন দুদ্দু কহে ফুঁকারি ॥

তথ্য