গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: একা একেশ্বর ভেবে নিরাকারে

একা একেশ্বর ভেবে নিরাকারে।
নিজ নূরে সৃজন করলেন নবী পরওয়ারে॥
হাওয়া হেরেছ নাহি যথায় নূর উৎপত্তি কিরূপে হয়।
শূন্যাকার কিরূপে রয় নূরের স্থিতি হয় কিসের পরে॥
কুল আরেফিন হইল সৃজন নবীর নূরে হয় নিরূপণ।
নবী পুরুষ কি প্রকৃতি তখন সৃষ্টি করলেন কোন আকার ধরে॥
জাহের নবী হয়ে দুনিয়ায় নূরদেহ রাখিলেন কোথায়।
আবদুল্লাহর বীজে মিলন হয় নবীর জান আসে কি প্রকারে॥
একজনে দুই দেহ হয় যার কেউ বদি কেউ নেকি হয় আবার।
রোজ হাসরে কি হবে তার লালন শাঁই কথ দুদ্দু বুঝতে নারে॥

তথ্য