গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: একেতে অনন্ত বস্তুর করো ঠিকানা
২২৩
একেতে অনন্ত বস্তুর করো ঠিকানা ।
যেখানে অনন্তের জনম খবর নিলে না॥
অনন্ত যথায় স্থিতি তথায় বাণীপ্রকৃতি।
প্রকৃতি সাধিয়া সিদ্ধি সেধে দেখো না॥
প্রকৃতি সাধনের মূল যথায় অনন্তের স্থল।
তার চরণ হলোরে ভুল হয়ে কানা ॥
সাধো প্রকৃতির চরণ মিলিবে অনন্ত রতন ।
দীনহীন দুদ্দুর বচন লালন শাঁইর বেনা ॥

তথ্য