গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: এলো না এলো না কালা আমার দেশে আর
৪১
এলো না এলো না কালা আমার দেশে আর ।
সেই তো বুঝিবে জ্বালা বঁধুয়া নাই ঘরেতে যার ॥
সে গেছে সই আসি বলে আমারে এই ব্রজে ফেলে ।
যৌবন ফুরায়ে গেলে এসে কি লাভ হবে আর ॥
যার তরে কুল দিলাম কলফ্ষিনী নাম কিনিলাম।
তারেই তো সই হারাইলাম অশ্রুজল করিয়া সার॥
আমার এই জীবনহীরে তার পদে দিলাম বিকিয়েরে ।
দীন দুদ্দু প্রকশ করে হলো মোর সকলই অসার ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১৪৪।