এলোরে কলির ধূয়া এইদেশে।১১৩
রাত্রদিন গাইরে তাই বসে ॥
মা বাপকে ভাত দেয় না ছেলে বিবিটারে পেলে ।
খ্রিস্টানী চলনচালে দেশ গেলো ভেসে ॥
তেলের পেটির গিয়েছে মান মানে না কেউ কোরান।
যেন পেয়েছে শয়তান নতুন এক রসে ॥
পরাধীন এই ভারতবাসী ঘর ছেড়ে বাস করে কাশী ।
দুদ্দু কয় পায় যে হাসি দেখে এসে ॥