গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: এমন জনম পাবো কবে
১১২
এমন জনম পাবো কবে।
আমার দশা দেখে মানুষ মোহনচাঁদ আপন কোলে তুলে নেবে ॥
আর কি এমন জনম পাবো হেসে খেলে বেড়াইব।
সারি সারি আর বসিব কাঁদি গো ভেবে ॥
আহারে মনুষ্যজনম পেয়ে না করিলাম যতন।
অঘাটায় হলো মরণ মদনবাণের ক্ষেপে ॥
বড় সাধ হয়রে আমার পুনঃ মানবজনম পাবার ।
লালন শাঁই কয় দুদ্দু তোমার জনম আর না হবে ॥


তথ্য