গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: এমন রসের কালা দেখিনি
৪০
এমন রসের কালা দেখিনি ।
দেখিয়া মন বলে কতো যেন চিনি চিনি ॥
মনমোহন মনচোরা আমায় করলো গৃহছাড়া।
নয়নে চমকে পারা পায়ে বাজে কিক্কিণি॥
হাতে ধরে আনো তারে বসাবো কোলের 'পরে।
এনে জলধর শ্যামেরে কি বলে সে আসো শুনি॥
যা কলে বনুক কালা শেষে তো বাড়িবে জালা ।
দুদ্দু বলে চরণমালা আমি সার জানি ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১৪৩।