গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: এসো কানাই দাঁড়াও দেখি
৮১
এসো কানাই দাঁড়াও দেখি ।
কার তরে তোমার ঝরে আঁখি ॥
কার তরে আজ বেহালবেশ নিলে শচীমাতারে কাঁদাইলে ।
ঝুলিকাঁথা গলে পরিলে হয়ে কার আশেকী ॥
ঘরের বাহির হলে গোরা মুখে সদাই রাধা রাধা ।
নয়নে বহিছে ধারা অঙ্গেতে ধুলি মাথি ॥
নদিয়াভাবের কাহিনি দুদ্দু কয় আমি কি জানি ।
লালন শাঁই যা শুনায় শুনি চরণে রাখি ॥

তথ্য